2025-04-19 07:56:42 pm

আসন্ন বাজেটে সিগারেটে কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান

www.jagrotabangla.com

আসন্ন বাজেটে সিগারেটে কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান

১৯ মার্চ ২০২৫, ১৪:৪৬ মিঃ

আসন্ন বাজেটে সিগারেটে কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান

আসন্ন নতুন অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম। নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলেও জানান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আসে না। ভোক্তা ভ্যাট দিয়ে রিসিট না নিলে রাজস্ব বাড়বে না। যারা ভ্যাট দিয়ে রিসিট নেবে  লটারির মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :