![]() |
১৮ মার্চ ২০২৫, ১৪:৪৬ মিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু দিন ধরেই নিজের এই সামাজমাধ্যমে সক্রিয় ট্রাম্প।
রবিবার রাতে নিজের ‘ট্রুথ’ হ্যান্ডল থেকে নরেন্দ্র মোদির সাড়ে তিন ঘণ্টার একটি সাক্ষাৎকার শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর সোমবারই ট্রাম্পের সেই মাইক্রোব্লগিং সাইটে নিজের একটি অ্যাকাউন্ট খোলেন মোদি। প্রথমেই তাতে ট্রাম্পের নিজের যৌথ কর্মসূচির একটি ছবি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।
পোস্টে মোদি লিখেছেন, “ট্রুথ সোশ্যালে থাকতে পেরে আমি আনন্দিত! এখানকার সব উৎসাহী কণ্ঠস্বরের সঙ্গে আলাপচারিতা এবং আগামী দিনে অর্থপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” ২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন ট্রাম্প।
২০২১ সালে মার্কিন ক্যাপিটলে হামলার পর ফেসবুক এবং এক্স-এর মতো প্রধান সাইটগুলো থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরই তিনি নিজের মাইক্রোব্লগিং সাইট তৈরি করেন।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :