2025-04-19 07:58:25 pm

হন্ডুরাসে প্লেন বিধ্বস্ত, নিহত ৭

www.jagrotabangla.com

হন্ডুরাসে প্লেন বিধ্বস্ত, নিহত ৭

১৮ মার্চ ২০২৫, ১৪:৪৪ মিঃ

হন্ডুরাসে প্লেন বিধ্বস্ত, নিহত ৭

হন্ডুরাসে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের সময় প্লেনটি সমুদ্রে ছিটকে পড়ে। দমকল বিভাগের মেজর উইলমার গুয়েরেরো সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরবর্তীতে উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিধ্বস্ত প্লেনটির কাছে সমুদ্রে একজন ক্রু সদস্যের মরদেহ ভেসে থাকতে দেখা যায়।কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্লেনটিতে ১৭ বা ১৮ জন আরোহী ছিলেন। গুয়েরেরো বলেন, যাত্রীদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ফরাসি নাগরিককে সান পেদ্রো সুলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

ল্যানহসা এয়ারলাইন্সের প্লেনটি রাতে হন্ডুরাসের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র রোটান দ্বীপ থেকে মূল ভূখণ্ডের লা সেইবা বন্দরের দিকে যাত্রা করেছিল। হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন, তিনি দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী এবং অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি জরুরি কমিটি মোতায়েন করেছেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত চলছে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :