19 April 2025, 02:41:44 PM, অনলাইন সংস্করণ

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির শঙ্কা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির শঙ্কা
16px

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সোমবার (১৭ মার্চ) সকালে দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

অন্যদিকে, সোমবার ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

এছাড়া মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • সর্বশেষ - সারাদেশ