19 April 2025, 02:52:48 PM, অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

পাকিস্তানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
16px

পাকিস্তানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার দেশটির অভ্যন্তরীণ বাজারে প্রতি তোলা বিক্রি হয়েছে ৩ লাখ ১৪ হাজার রুপিতে। স্থানীয় ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রতি তোলা ২৪ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ রুপি বেড়েছে। দেশটির ইতিহাসে যা সর্বোচ্চ।

পাকিস্তানে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দামও সর্বকালের সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে। শুক্রবার ৪ হাজার ৩০ রুপি বেড়ে প্রতি ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৬৯ হাজার ২০৪ রুপিতে। বিশ্বব্যাপী স্বর্ণের ক্রমবর্ধমান চাহিদা স্থানীয় বাজারে এর দামকে নতুন রেকর্ডে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে টানা ১৮ দিন স্বর্ণের দাম স্থিতিশীল থাকার পর, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রতি আউন্স স্বর্ণের দাম ৪৬ ডলার বেড়ে ২ হাজার ৯৮৮ ডলারে পৌঁছেছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে।

পাকিস্তানের ব্যবসায়ীরা বলছেন, দেশটির মার্কেটে রুপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি তোলা রুপার দাম ৯০ রুপি বেড়ে বিক্রি হয়েছে ৩ হাজার ৫৩০ রুপিতে। আর ১০ গ্রাম রুপা ৭৭ রুপি বেড়ে ৩ হাজার ২৬ রুপিতে বিক্রি হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক