![]() |
১৫ মার্চ ২০২৫, ১৫:০৯ মিঃ
টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। সেটা যদি হয় সুপার ওভার তাহলে তো ম্যাচের পারদ উঠে যায় তুঙ্গে। ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতেই অপেক্ষা করেন সমর্থকেরা। কিন্তু গতকাল শুক্রবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে দেখা গেল ভিন্ন এক ঘটনা। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।
টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল স্রেফ এক রান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং করে ১২৯ রান, জবাবে বাহরাইনও ১২৯ রানে থামলে ম্যাচ হয়ে যায় টাই। মীমাংসা আনতে সুপার ওভারে গড়ায় খেলা।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। এই ম্যাচে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন। এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় অলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। বাহরাইনের এই রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব না, তবে ভাগ বসাইতেই পারে অন্য কেউ।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :