19 April 2025, 08:01:53 PM, অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার
16px

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাবনা জেলা মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোররাতে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিয়া সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ আগষ্টের পর মাহজেবীন শিরিন পিয়া গা ঢাকা দিয়েছিলেন। তবে মাঝেমধ্যেই তিনি ঈশ্বরদীতে আসতেন। ভোরে ঈশ্বরদীতে অবস্থান করছেন এমন তথ্য নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ - আলোচিত খবর